চ্যানেল খুলনা ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। দেশে এই ভাইরাসে ৪৮ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫ জনের। এই ভাইরাস মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। এ পরিস্থিতিতে মানবসেবার ব্রত নিয়ে এগিয়ে এসেছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। করোনা চ্যালেঞ্জ মোকাবিলায় গ্রুপের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর তহবিলে এ চেক হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেওয়া বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের লিখিত প্রস্তাবে বলা হয়, বসুন্ধরার চারটি কনভেনশন সেন্টার ও একটি ট্রেড সেন্টারে ৫ হাজার শয্যার হাসপাতাল তৈরি করা হবে।
প্রধানমন্ত্রী হাসপাতালের প্রস্তাবে প্রাথমিক সম্মতি জানিয়েছেন। এ নিয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।
এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সবকিছু বন্ধ থাকায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ঢাকা সিটির চারটি ওয়ার্ডের কাউন্সিলরদের মাধ্যমে নিম্ন আয়ের মানুষদের নিয়মিত খাবার বিতরণের ব্যবস্থা করেছেন।