চ্যানেল খুলনা ডেস্কঃ শরীয়তপুরের জাজিরায় ২১ বছর বয়সী এক গৃহকর্মীকে আইসোলেশনে রাখা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় ওই গৃহকর্মী আউটডোরে সর্দি, জ্বর ও কাশি নিয়ে চিকিৎসা নিতে এলে সন্দেহজনক হওয়ায় তাকে কর্তৃপক্ষের পরামর্শে আইসোলেশনে রাখা হয়েছে। জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
পরে রাত ৮টায় আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ করে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাত ১২টায় ঢাকায় পাঠানো হয়েছে। ফলাফল পাওয়ার পর নিশ্চিত হতে পারবো ওই গৃহকর্মী করোনায় আক্রান্ত কি, না?
রোববার বিকেল ৪টা পর্যন্ত জেলায় ২৭৮ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আব্দুর রশিদ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জন হোম কোয়ারেন্টাইনের আওতায় এসেছেন ও ১৪ দিন হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ করায় ৪০ জনকে অবমুক্ত করা হয়েছে।
জেলায় সর্বমোট ৬৫৯ জন হোম কোয়ারেন্টাইনে থাকাদের মধ্য থেকে ৩৮১ জনকে অবমুক্ত করা হয়েছে। জেলায় ৩০টি আইসোলেশন শয্যা ও ১৫০টি কোয়ারেন্টাইন শয্যা প্রস্তুত রাখা হয়েছে।