নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে সারাদেশে চলছে কার্যত লকডাউন। নিত্য প্রয়োজনীয় দোকান ব্যতীত সকল দোকান বন্ধ করা হয়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।
এমন পরিস্থিতিতে নগরীর গোবরচাকা এলাকায় নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে গ্লোবাল খুলনা। বুধবার (১ এপ্রিল) নগরীর গোবরচাকা এলাকার শাহ বাড়ীর মোড়ে স্থানীয় খেটে খাওয়া দিনমজুর, রিকশাচালক, অসচ্ছল দোকানদার, নিম্ন আয়ের শ্রমজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার ৩শ’ পরিবারের মাঝে ধারাবাহিক ভাবে বিতরণ করা হচ্ছে। প্রতিটি প্যাকেটে কমপক্ষে পাচ থেকে ছয় দিনের খাবার ব্যবস্থা হিসাবে চাল, ডাল, পেয়াজ, আলু, লবণ ও তেল বিতরণ করা হয়।
উক্ত কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজী মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ গাজী মিজানুর রহমান। সার্বিক তত্তাবধানে ছিলেন, গ্লোবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন। এসময় আরো উপস্থিত ছিলেন সিটি গার্লস স্কুলের প্রধান শিক্ষক শাহ জিয়াউর রহমান স্বাধীন, শাহ আশরাফ, সোহেল চৌধুরী, চ্যানেল খুলনা’র সিইও মোঃ হাসানুর রহমান তানজির, বেল্লাল হোসেন সজল, শাহ আরিফুর রহমান সৈকত, নুরুল আমিন, প্রান্ত বিশ্বাস সহ প্রমূখ।
এছাড়াও এলাকার বিভিন্ন স্থানে প্রতিদিন জীবাণু নাশক ওষুধ ছিটানো হচ্ছে।