চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা মহানগরীর বিভিন্ন বাজার করোনাভাইরাস থেকে সতর্ক রাখতে প্রতিটি দোকানের সামনে সুরক্ষা রেখা অঙ্কন করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। আজ বুধবার মহানগরীর ময়লাপোতা সন্ধ্যা বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়-বিক্রয়ের সময় সোস্যাল ডিস্ট্যান্সিং বজায় রাখা নিশ্চিতকল্পে খুলনা মহানগর পুলিশের পক্ষ থেকে সুরক্ষা রেখা অঙ্কনসহ জীবাণুনাশক স্প্রে করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, কেএমপি কমিশনারের নির্দেশে শহরের বিভিন্ন বাজির পাড়া মহল্লার প্রতিটি দোকানের সামনে সোস্যাল ডিস্ট্যান্সিং বজায় রাখা নিশ্চিতকল্পে সুরক্ষা রেখা অঙ্কন করা হচ্ছে। এছাড়াও জলকামান দিয়ে যেহেতু অনেক দুর থেকে অনেক জায়গায় স্প্রে করা সম্ভব, সেকারণে আমরা রাস্তাঘাট, মার্কেট প্লেস, জনসমাগণ এলাকায় করোনা ভাইরাসমুক্ত রাখতে জলকামান দিয়ে জীবাণুনাশক স্প্রে করে যাচ্ছি। তিনি জানান, প্রতিদিনই জলকামান দিয়ে মহানগরীর প্রধান প্রধান সড়কে জীবাণুনাশক ছিটানো হচ্ছে।