সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
খুলনায় পৌঁছেছে করোনার টেস্টিং কিট, পরীক্ষা শুরু শনিবার | চ্যানেল খুলনা

খুলনায় পৌঁছেছে করোনার টেস্টিং কিট, পরীক্ষা শুরু শনিবার

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনাভাইরাস পরীক্ষার টেষ্ট কিটস এসে পৌঁছেছে খুলনায় । আজ শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ও করোনা ভাইরাস পরীক্ষার ফোকাল পার্সন ডা: শাহনাজ পারভীন। এর ফলে করোনাভাইরাস শনাক্তকরণে পিসিআর মেশিনে খুলনা মেডিকেল কলেজে (খুমেকে) পরীক্ষা শুরু হবে আগামী শনিবার (১১ এপ্রিল)।
ডা: শাহনাজ পারভীন বলেন, আগামী শনিবার থেকে নমুনা নিয়ে পিসিআর মেশিন থেকে করোনাভাইরাসের পরীক্ষা শুরু করতে পারবো ইনশাল্লাহ। এই সপ্তাহে মেশিনটি ব্যবহারের বিষয়ে আমরা প্রয়োজনী প্রশিক্ষণ গ্রহন করবো।
খুলনা মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেয়া পিসিআর (পলিমারজ চেইন রিঅ্যাকশন) খুলনা মেডিকেল কলেজের তৃতীয় তলার মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপন করা হয়েছে। এজন্য নিযুক্ত করা হয়েছে একজন মেডিকেল টেকনোলজিষ্টকে। আইইডিসিআর (রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনষ্টিটিউট) থেকে মো: সেলিমুজ্জামান নামের ওই মেডিকেল টেকনোলজিষ্ট ইতোমধ্যে এসে সংশ্লিষ্ট প্রকৌশলীর সাথে মেশিন স্থাপনের কাজে অংশ নিয়েছেন। খুলনা মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর মেশিন দিয়ে সম্পূর্ণ ফ্রি পরীক্ষা করা যাবে। পিসিআরের মাধ্যমে করোনায় আক্রান্ত বলে সন্দেহভাজন রোগীর রক্ত, ঘাম ও কফ পরীক্ষা করা হবে। যে কেউ চাইলেই নিজে নিজে এসেই পরীক্ষা করিয়ে নিতে পারবেন না। এ জন্য লক্ষণ নিয়ে হাসপাতালের ফ্লু কর্ণারে ভর্তির পর বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পিসিআর মেশিনের মাধ্যমে সনাক্ত হলেই কেবল ওই রোগীকে ভর্তি করা হবে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য প্রস্তুতকৃত ডায়াবেটিক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে।
উল্লেখ্য, সোমবার (৩০ মার্চ) সকালে খুমেক এসে পৌঁছায় পিসিআর মেশিন। সে সময় জানানো হয়ে ছিলো শনিবার (০৫ এপিল) থেকে পরীক্ষা শুরু সম্ভব হবে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

সোনাডাঙ্গায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ডাবলু গ্রেপ্তার

‘দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে উন্নয়ন সম্ভব নয়’ ধর্ম উপদেষ্টা

দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: গয়েশ্বর চন্দ্র রায়

খুলনায় পুলিশের এডিসি কামরুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

খুলনা মহানগরে ১০টি স্থানে ভর্তুকিমূল্যে কৃষিপণ্য বিক্রি চলছে

খুলনায় জাপা কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।