টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ গোপালগঞ্জে করোনার বিস্তার রোধে দু:স্থ্য ও অসহায় মানুষের খাদ্য সহায়তা নিয়ে পাশে দাড়িয়েছে গোপালগঞ্জ এক্সিকিউটিভ ক্লাব। শনিবার দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করিডোরে সামাজিক দুরত্ব বজায় রেখে ১’শ দু:স্থ্য ও অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দেয় ক্লাবটি। এসময় উপস্থিত ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: অসিত মল্লিক, মেডিকেল অফিসার ডা: আহমাদুল কবির, জননী সার্জিকেল ক্লিনিকের মালিক ডা: সুব্রত হালদার, সদর থানা ওসি (তদন্ত) মো: মাসুদ রানা, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ওয়ার্ড কর্মকর্তা সোহেল সিকদার, গোপালগঞ্জ এক্সিকিউটিভ ক্লাবের সভাপতি মোস্তফা সরদার, সাধারণ সম্পাদক বিশ^জিৎ সরকার, যুগ্ম সম্পাদক রাহাত হোসেন সহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ। খাদ্য সহায়তা হিসেবে প্রতি পরিবারকে চাল ৫ কেজি, ডাল ১ কেজি, আলু ১ কেজি, তেল ৫’শ গ্রাম, লবন ৫’শ গ্রাম, পিয়াজ ১ কেজি ও সাবান ১টি করে প্রদান করা হয়।