চ্যানেল খুলনা ডেস্কঃ করোনাভাইরাস মহামারীর মধ্যে তৈরি পোশাক কারখানাগুলো ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক। তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠনটির সভাপতি রুবানা শনিবার (৪ এপ্রিল) রাতে সাংবাদিকদের কাছে পাঠানো অডিওবার্তায় গার্মেন্ট মালিকদের প্রতি এ অনুরোধ জানান।
এদিকে রোববার (৫ এপ্রিল) রাজধানীর বেশ কিছু গার্মেন্টস ঘুরে দেখা গেছে, প্রতিটি গার্মেন্টস কারখানার গেটে মাইকিং করে শ্রমিকদের জানিয়ে দেওয়া হচ্ছে কারখানা বন্ধ রয়েছে। তাই তাদেরকে ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়। কোথাও আবার টানানো হয়েছে নোটিশ। এ অবস্থায় কাজে যোগ দিতে না পেরে কিছু সময় অপেক্ষা করে বাসায় ফিরে যান শ্রমিকরা।
শ্রমিকরা জানান, ২৬ মার্চ কারখানা বন্ধ ঘোষণার পর তারা গ্রামের বাড়িতে চলে গিয়েছিলেন। শুক্রবার (৩ এপ্রিল) তাদেরকে জানানো হয় রোববার থেকে কারখানা খোলা। যারা কাজে যোগ দেবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
চাকরি হারানো ভয়ে তারা দীর্ঘপথ পায়ে হেঁটে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক-কাভার্ডভ্যানে করে ঢাকায় ফিরেছেন। সকালে কারখানায় গেলে জানিয়ে দেওয়া হয় ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ।
সকালে মিরপুর ১ নম্বরের ব্যাবিলন গার্মেন্টস লিমিটেডের সামেন গিয়ে দেখা গেছে কারখানার পক্ষ থেকে একটি নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে।
তাতে বলা হয়েছে, ‘এই মর্মে ব্যাবিলন গার্মেন্টস লিমিটেডের সব কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো হচ্ছে যে, কারখানার সব কার্যক্রম আগামী ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ১২ এপ্রিল কারখানার সব কার্যক্রম যথারীতি খোলা থাকবে। সবাইকে খেলার তারিখে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।’