আন্তর্জাতিক ডেস্কঃথাইল্যান্ডের রাজধানী ব্যাংককের তিনটি ভিন্ন ভিন্ন স্থানে ছয়টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২ আগস্ট) স্থানীয় সময় সকাল ৯টার দিকে এই বোমা হামলার ঘটনা ঘটে। আরেকটি বোমা বিস্ফোরণের আগেই নিষ্ক্রিয় করেছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ‘ইউরো নিউজ’
এরেওয়ান মেডিকেল সেন্টারের দেওয়া তথ্য মতে, এই বোমা হামলায় চারজন আহত হয়েছে তবে সকলেই শঙ্কা মুক্ত রয়েছে।ব্যাংককে ‘এসোসিয়েশন অব সাউথ এশিয়ান ন্যাশনস’ (আশিয়ান) এর উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই এই বোমা হামলা ঘটানো হয়। এই সম্মেলনে যোগ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং চীনসহ বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর প্রধানরা।
পুলিশ কর্নেল কামতর্ন ইউইচরোয়েন বার্তা সংস্থা ‘রয়টার্স’কে বলেন, চায়েং ওয়াত্তানা গভ. কমপ্লেক্সের সামনে তিনটি, বিটিএস চোং নোনসি এলাকায় দুটি এবং সুয়ান লুয়াং এলাকায় একটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। এরমধ্যে চায়েং ওয়াত্তানা গভ. কমপ্লেক্স ও বিটিএস চোং নোনসি এলাকায় হওয়া বিস্ফোরণ গুলো টাইমার দ্বারা চালিত উন্নত বিস্ফোরক ডিভাইস দ্বারা ঘটানো হয়েছে। আর সুয়ান লুয়াং এলাকায় ‘পিংপং বোমা’ বিস্ফোরণ ঘটানো হয়েছে।
এই বিস্ফোরণের ঘটনায় এখনো কেও দায় স্বীকার করেনি।
থাই প্রধানমন্ত্রী প্রয়ুত চ্যান-ও-চ এক টুইটে দেশের শান্তি ও ভাবমূর্তি বিনিষ্টকরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এছাড়াও জননিরাপত্তা রক্ষার্থে ও ক্ষতিগ্রস্থদের দেখভালের জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।
থাই পুলিশ বৃহস্পতিবার ( ১ আগস্ট ) জানিয়েছিল যে, তারা আঞ্চলিক সুরক্ষা সভার ভেন্যুর কাছে দুটি নকল বোমা পেয়েছে। ওই ঘটনায় দুইজনকে গ্রেফতারও করা হয়।