চ্যানেল খুলনা ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণকে প্রতিহত করতে সারাদেশে সরকার ঘোষিত লকডাউন পরিস্থিতিতে নিজ এলাকার অসহায় লোকজনের সাহায্যে এগিয়ে আসলেন খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি শেখ সাকিব। ব্যক্তিগত উদ্যেগে বুধবার রাত থেকে তিনি এই সকল মানুষদের বাড়িতে বাড়িতে গিয়ে প্রায় ১৬০ পরিবারকে খাদ্যদ্রব্য পৌঁছে দিয়েছেন। এই সহায়তায় আওতায় প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১/২ লিটার করে সয়াবিন তেল এবং ১টি করে সাবান। খুলনা মহানগর ছাত্রলীগ কর্মীদের সহায়তায় অসহায় মানুষদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
শেখ সাকিব জানান, গত ২৬ তারিখ থেকে এপ্রিলের ৯ তারিখ পর্যন্ত সরকারি নির্দেশে সকল কর্মক্ষেত্র বন্ধ আছে ফলে কর্মহীন হয়ে পড়েছেন সাধারণ মানুষ। আমার নিজ এলাকায় অধিকাংশ মানুষ দিনমজুর এবং রিক্সা চালক। তারা পড়েছেন সবচেয়ে বিপাকে তখন তাদের জন্য ভালো কিছু করার সিদ্ধান্ত নিলাম। তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই পথ চলা। আমি চাই দেশের প্রত্যেকটি সামর্থ্যবান ব্যক্তি এই মুহূর্তে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুক তাদের এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।