নাফি উজ জামান পিয়াল, যশোর প্রতিনিধি : মহামারি করোনা ভাইরাসের প্রভাব প্রকপ হওয়ায় যশোর জেলায়
প্রবেশ ও প্রস্থান নিষেধ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার দিবাগত রাতে জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ তার নিজেস্ব ফেসবুক পেজে এই নিদের্শনা দেন। কিন্তু লকডাউন করা হয়নি বলে উল্লেখ করেন।
এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্বের থেকে কঠোর অবস্থানে আছে। শহরে সেনাবাহিনী, র্যাব, পুলিশের সম্বনয়ে চলছে বিভিন্ন স্থানে টহল। ফলে যশোরের জনসাধারণ আগের তুলনায় অনেকেই বাসায় থাকছে । কেউ বাইরে বের হচ্ছে না। ফলে জনসমাগম কিছুটা কম হতে দেখা গেছে। শহরের বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে গত দুইদিনে কয়েক শত মোটরসাইকেল আরহীকে থামিয়ে বাড়ি পাঠিয়েছে পুলিশ। সেই থাকে যাত্রী নিয়ে চলাচল করায় ১২ টি ইজিবাইক জব্দ করে পুলিশ। এমনটাই বলেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি তৌহিদুল ইসলাম।
আজ ( ৮ এপ্রিল ) সকালে র্যাবের ভ্রামমান ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শহরের দড়াটায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।যারা বিনা প্রয়োজনে বাসার বাইরে আসছে তাদেরকে জরিমান করা হয়। সাথে সাথে প্রায় অর্ধশত মোটসাইকেল আরহী ও বিভিন্ন যানবহন চালকদের জরিমানা করা হয়।