সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
কুর্মিটোলা হাসপাতালে পুলিশ সদস্যের মৃত্যু | চ্যানেল খুলনা

কুর্মিটোলা হাসপাতালে পুলিশ সদস্যের মৃত্যু

চ্যানেল খুলনা ডেস্কঃ ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। বুধবার (৮ এপ্রিল) রাতে তার মৃত্যু হয়। তিনি ডায়েবেটিস ও কিডনির জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

তবে ওই পুলিশ সদস্যের মৃত্যু করোনাভাইরাসে হয়নি বলে জানিয়েছেন পুলিশ হেডকোয়ার্টারের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা। তিনি জানান, করোনাভাইরাস সন্দেহ দূর করতে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় এবং রিপোর্টে নেগেটিভ ফলাফল পাওয়া যায়।
মো. সোহেল রানা জানান, মাদারীপুরের পুলিশ সদস্য উচ্চমাত্রার ডায়াবেটিস ও কিডনিজনিত সমস্যায় মারা গিয়েছেন, করোনাভাইরাসের কারণে নয়। এই সমস্যাগুলোর কারণে প্রথমে তাকে মাদারীপুর সদর হাসপাতালে, তারপর কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ঢাকায় চিকিৎসা প্রদান করা হয়। এরপরও অবস্থার অবনতি হলে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন তিনি মৃতবরণ করেন।

বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আবদুল হান্নান বলেন, বুধবার রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই পুুলিশ কনস্টেবল মারা যান। তার বয়স ২৬ বছর। তার বাড়ি গোপালগঞ্জ সদরে।

আবদুল হান্নান জানান, গত মঙ্গলবার শিবচরে ডিউটিতে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই পুলিশ সদস্য। তাকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। ওইদিনই তার নমুনা সংগ্রহ করে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে নেওয়া হয় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে।

জেলার সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আবির হোসেন বলেন, ‘ওই পুলিশ সদস্যের ডায়াবেটিস ও কিডনির জটিলতা ছিল।’

https://channelkhulna.tv/

রাজধানী আরও সংবাদ

শহীদ বুদ্ধিজীবীরা একটি সমৃদ্ধ এবং মাথা উঁচু করা জাতি দেখতে চেয়েছিলেন

বায়ুদূষণে ঢাকা বিশ্বচ্যাম্পিয়ন

বিএনপির ৩ অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিনিধিরা ভারতীয় হাইকমিশনে

আগামী জাতীয় নির্বাচন হবে জাতির জন্য কঠিন নির্বাচন : তারেক রহমান

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কুশীলবদের খুঁজতে কমিটি গঠনে রুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।