টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্নি ইউনিয়নে গত ৯ এপ্রিল দুই জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তারা দু’জন সম্পর্কে স্বামী-স্ত্রী। এছাড়া ঐদিন আক্রান্তদের বাড়িসহ আশপাশের ৬টি বাড়িতে লাল কাপড় টাঙ্গিয়ে লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। তাই লকডাউনে থাকা পরিবার গুলোকে খাদ্য সহায়তা দিচ্ছে উপজেলা প্রশাসন ও বর্নি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাদশা।
জানা যায়, গতকাল শনিবার (১১ এপ্রিল) বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল ও ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে ডাল, তেল, লবণ, পেঁয়াজ, আলু মরিচ ইত্যাদি খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয় লকডাউনে থাকা ৬টি পরিবার গুলোকে। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মনির শিকদার, আলেয়া বেগম।
আক্রান্তদের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের মুন্সির চর মল্লিকের মাঠ এলাকায়।
ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাদশা “গোপালগঞ্জ সংবাদ”কে বলেন, লকডাউন থাকা পরিবার গুলোকে খাদ্য সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। এছাড়া আমি তাদের সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছি। আক্রান্ত স্বামী-স্ত্রীর ৬ মাস ও আড়াই বছরের দুটি শিশু রয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন এর পরামর্শে তাদের জন্য দুধ কিনে দিয়েছি। এছাড়া তাদের যেকোনো সমস্যা হলে আমাকে জানাতে বলেছি।