সবুজ মিয়া,ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে নাসিমা বেগম (৭৫) নামে আরও এক নারী মারা গেছেন। করোনা সন্দেহে ওই নারীর নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। সেই সাথে বাড়িটি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
ঝিনাইদহ সিভিল র্সাজন ডা. সেলিনা বেগম জানান, শহরের চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় ওই নারী গত ৩ দিন ধরে জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। হাসপাতালে না এনে তারা বাড়িতেই চিকিৎসা দিচ্ছিলেন। শনিবার রাতে বেশি অসুস্থ হয়ে পড়লে ওই নারীকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। রোববার ভোরে তার মৃত্যু হয়। করোনা সন্দেহে তার দেহ থেকে নমুনা সংগ্রহ করে পরিক্ষা করার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সাথে তার বাড়িটি লকডাউন করা হয়েছে।
ঝিনাইদহ সিদ্দিকিয়া কামীল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল কুদ্দুস জানান, শহরের চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকার মহিউদ্দীনের স্ত্রী নাসিমা বেগম জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে মারা যায়। রোববার বিকেলে সিদ্দিকিয়া কামীল মাদ্রাসা মাঠে জানাজা শেষে পৌর কবর স্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, ইসলামী ফাউন্ডেশনের সুপার ভাইজার আমীনুল ইসলাম, সিভিল র্সাজনের প্রতিনিধি ডা. লিমন পারভেজসহ ৬ সদস্যের প্রতিনিধি দল। এ ঘটনায় ওই এলাকায় সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজ করছে।