
লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী করোনায় কাজ হারিয়ে গৃহবন্দী হয়ে পড়া মোংলা-রামপালের (বাগেরহাট-০৩ আসল) দরিদ্র মানুষকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। এ পর্যন্ত মোংলা ও রামপালের ৬২২টি পরিবারকে খাদ্য সহায়তার পাশাপাশি আর্থিক সহায়তাও দেয়া হয়েছে। চলমান এ প্রক্রিয়ায় ২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে বলেও জানান তিনি। এছাড়া করোনার শুরু থেকে তিনি মোংলা-রামপালে ২ হাজার মাস্ক বিতরণসহ পরিস্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে করিয়েছেন।
লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম করোনা ইস্যুতেই নয়, দীর্ঘ প্রায় একযুগ ধরে মোংলা-রামপালের দরিদ্র জনগোষ্ঠীকে গৃহ নিমার্ণ, সেলাই মেশিন প্রদাণ, চিকিৎসা সেবা, আর্থিক সহায়তা, শিক্ষাথর্ীদের শিক্ষা সামগ্রী বিতরণ, যে কোন দূযোর্গে সহায়তা প্রদাণসহ নানা ধরণের সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন।