সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সামাজিক দুরত্ব বজায় রাখতে চুলকাঠি হাট-বাজারগুলি স্থানান্তর | চ্যানেল খুলনা

সামাজিক দুরত্ব বজায় রাখতে চুলকাঠি হাট-বাজারগুলি স্থানান্তর

চুলকাঠি প্রতিনিধিঃ চুলকাঠি ও পার্শ্ববর্তী এলাকায় জন সমাগম এড়িয়ে সামাজিক দুরত্ব বজায় রাখতে স্থানীয় প্রশাসন ,পুলিশ ও জনপ্রতিনিধি কাজ করছে নিরলসভাবে। তারপরেও জনসমাবেশ পরোপুরি এড়ানো বা সামাজিক দুরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। সামাজিক দুরত্ব বজায় রাখা এবং জন সমাগম এড়াতে চুলকাঠি ও তার পার্শ্ববর্তী এলাকার হাট-বাজারগুলিকে অন্যত্রে স্থানান্তর করা হয়েছে। এর ফলে হাট-বাজারগুলির জনসমাগম কমবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রত্যাশা।
জানা যায়, বিশ্ব ব্যাপী করোনা ভাইরাসের কারণে নিরাপদে থাকার জন্য সামাজিক দুরত্ব বজায় রাখা অত্যন্ত জরুরী । সতর্কতা ও সচেতনতার মাধ্যমে করোনা ভাইরাসজনিত রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রন করা সম্ভব হতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে চলছে লক ডাউন। কাচামাল, মুদি, চাল, ওষুধ, ডাক্তারখানা ও নিত্য জরুরী প্রয়োজনীয় দোকান ছাড়া অন্যান্য দোকান বন্ধ রাখা হয়েছে। জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজন জন সমাগম এড়াতে বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। চুলকাঠি বাজার , সিএন্ডবি বাজার সহ এলাকার বাজারগুলিতে জন সমাগম ঘটে। এমনকি এক দোকানে ভিড়ও দেখা যায়। তাই প্রশাসনের নির্দেশনা মোতাবেক হাট-বাজারগুলির বিভিন্ন দোকানগুলিকে নির্দিষ্ট দুরত্বে বসাতে পারলে কেত্রতাদের সামাজিক দুরত্ব বজায় রাখা সম্ভব হতে পারে। এলাকার বিভিন্ হাট বাজারগুলি নিকটবর্তী মাঠে স্থানান্তর করা হয়েছে। গতকাল থেকে চুলকাঠি বাজারের দোকানগুলিকে সামাজিক দুরত্ব বজায় রেখে স্থানান্তরের জন্য বাজার কমিটির সভাপতি মুরারী কৃষ্ণ নন্দী, সহ-সভাপতি ডা: উৎপল কুমার দেবনাথ, সা: সস্পাদক মনিরুজব্জামান ফকির, রাখালগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি মেম্বর রবিউল ইসলাম ফারাজী, খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইমরান হোসেন, ইউপি মেম্বর আলহাজহŸ আ: খালেক শেখ, ডা: দিলীপ দেবনাথ, কমলেশ সাধু, চিন্ময় দেবনাথ, সাহিদুল ইসলাম শেখ, বিশ্বজিৎ কুমার ভদ্র সহ বাজারের সংশ্লিষ্ট ব্যক্তি বর্গ ও স্থানীয় আওয়ামী নেতা-কর্মীদের কাজ করতে দেখা যায়। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন বাজারে এ কার্যক্রম পরিদর্শন করতে আসেন। তিনি জানান, করোনা ভাইরাস সংক্রমন সংক্রান্ত বিষয়ে হাট বাজারগুলিতে ক্রেতা ও বিক্রেতাদের সামাজিক ও শারীরিক দুরত্ব বজায় রাখার জন্য বাজার কমিটিকে এ ধরণের পদক্ষেপ নিতে বলা হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও ক্রেস্ট প্রদান

মোল্লাহাটে নিরাপত্তার চেয়ে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন

চিতলমারীতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মোংলা নদীর ত্রিমোহনায় ভাসমান অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ফকিরহাট পরিবহনের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

মোংলার ফের হরিণের চামড়াসহ ২৪ কেজি মাংস উদ্ধার, নৌকা জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।