নিজস্ব প্রতিবেদক
খুলনায় মাদ্রাসা ছাত্র (৮) বলাৎকারের ঘটনায় এক শিক্ষক কে গ্রেফতার করেছে পুলিশ। গত ৩১ জুলাই খুলনার খালিশপুরে নিউজপ্রিন্ট মিলস্ মাদ্রাসার বডিংয়ে ছাত্রটি বলাৎকারের শিকার হয়। এই ঘটনায় দায়ের কৃত মামলায় আজ রাতে মাদ্রাসা শিক্ষক আল আমিন (২৭) কে গ্রেফতার করেছে খালিশপুর থানা পুলিশ।
অভিযুক্ত শিক্ষক আল আমিন গােপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার সাতাইশে গ্রামের মৃত শামছুল হকের ছেলে। তিনি নিউজপ্রিন্ট মিলস্ ভবন মাদরাসার শিক্ষক।
বলাৎকারে শিকার মাদ্রাসা ছাত্র খুলনা জেলার দিঘলিয়া থানার দিয়াড়া দক্ষিণপাড়ার জনৈক ব্যক্তির ছেলে (৮)। সে ঐ মাদ্রাসার নজেরানা শাখায় পড়াশুনা করতো এবং মাদ্রাসারবডিংএ থাকত। এই সূত্রে অভিযুক্ত শিক্ষক ও মাদ্রাসার ছাত্র একই রুমে থাকত।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহ আলম জানান, ওই ছাত্রের মা গত ১ আগষ্ট তার ছেলেকে খালিশপুর নিউজপ্রিন্ট শ্রমিক মাদ্রাসায় দেখতে যায়। এসয়ে ছেলের অবস্থা খারাপ দেখে তার কাছে জানতে পারে যে শিক্ষক আল আমিন গত রাতে তাকে মাদ্রাসার অজু খানায় নিয়ে মারধোর করে বলাৎকার করেছে। এর আগেও বেশ কয়েকবার আল আমিন এ কাজ করেছে।
এই ঘটনায় ছাত্রের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে মাদ্রাসা শিক্ষক আল আমিন কে গ্রেফতার করা হয়।