সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
খুলনায় এবার চিকিৎসক করোনায় আক্রান্ত | চ্যানেল খুলনা

খুলনায় এবার চিকিৎসক করোনায় আক্রান্ত

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারি অধ্যাপক করোনা সনাক্ত হয়েছে। শনিবার মোট ৯৬টি টেষ্ট হয়। এর মধ্যে ওই চিকিৎসকের করোনা সনাক্ত হয়। এ ঘটনায় আজ ওই চিকিৎসকের আবাসিক ভবনের আরও ১২ চিকিৎসকের পরীক্ষা হওয়ার কথা হয়েছে।

এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জ্বর শ্বাসকষ্ট নিয়ে মৃত্যু দুইজনের শরীরে করোনা সনাক্ত হয়নি। খুমেকের পিসিআর মেশিনে সর্বমোট ৬২৭টি পরীক্ষা হয়েছে যার মধ্যে ৫টি করোনা সনাক্ত হয়েছে।

খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবদুল আহাদ জানান, সহকারী অধ্যাপকের জ্বর, গলাব্যাথা ও গায়ে ব্যাথা থাকায় শনিবার ল্যাবে করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়। তিনি করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। তিনি জানান, এই ডাক্তার রেস্ট হাউজে থাকেন। শনিবার তাকে সেখানে রেখেই চিকিৎসা দেয়া হবে।

করোনা হাসপাতালে ভর্তি করা হবে কিনা সে ব্যাপারে পরে সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া ওই রেস্ট হাউজে থাকা আরও ১২ জন চিকিৎসককে আপাতত সেখানেই অবস্থানের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। আজ তাদের পরীক্ষা হবে। তারপরও তারা অন্তত ১৪ দিন সেখানে হোম কোয়ারেন্টিনে থাকবে।

এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারের ফোকাল পার্সন ডাঃ শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান ফ্লু কর্ণারে যে দ্ইুজন ব্যক্তি শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে মারা গেছে তাদের শরীরে করোনা সনাক্ত হয়নি।

খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর মেশিনে সর্বমোট ৬২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে ৫ জনের শরীরে করোনা পাওয়া গেছে । এর মধ্যে ২ জনই খুলনার। বাকী তিনটির একটি নড়াইলে, একটি বাগেরহাটের চিতলমারীতে আর একটি যশোরের মনিরামপুরে।

নগরীর ছোট বয়রা করীম নগর এলাকায় করোনা সনাক্ত হওয়া ব্যক্তির শারীরিক অবস্থা সম্পর্কে মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ এসএম কামাল বলেন, ছোট বয়রা করীমনগরে আক্রান্ত ব্যক্তির শারীরিক অবস্থা ভালো, তিনি সুস্থ আছেন। কয়েকদিনের মধ্যে তার আবারও পরীক্ষা হবে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

রাজপথে ছাত্র-শ্রমিকদের মিতালী আন্দোলনে সরকারের পতন হবে : শিমুল বিশ্বাস

খুলনা সাংবাদিক ইউনিয়নের নামে তথাকথিত এডহক কমিটি গঠনে বিষ্ময় ও উদ্বেগ প্রকাশ

নগরীর ৮নং ওয়ার্ড আহবায়কের শয্যাপাশে বিএনপির নেতৃবৃন্দ

খুলনা সিআইডির অতিরিক্ত ডিআইজি শম্পা’র সাফল্যগাঁথা কর্মময় জীবন

নগর স্বেচ্ছাসেবক লীগের যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালন

শেখ সুজনের মায়ের সুস্থতা কামনায় শেখ রাসেল পরিষদের দোয়া মাহফিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।