কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন মুসলিম যুবককে পিটিয়ে জখম করেছে সনাতন ধর্মাবলম্বীর উচ্ছসৃঙ্খল কয়েক যুবক। গত (১৬ এপ্রিল) বৃহস্পতিবার সন্ধায় উপজেলার কুশনা ইউনিয়নের ঘাঘা তালশার গ্রামের স্কুল পাড়ায় এ ঘটনা ঘটে। হামলার স্বীকার তিন যুবক হলেন, ওই এলাকার মোঃ আবু হানিফের ছেলে শাহিন, আলী আকবার খানের ছেলে বিল্লাল ও একই এলাকার বাশারের ছেলে আরিফ।
আহতদের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন (বৃহস্পতিবার) সন্ধায় শাহিন,বিল্লাল ও আরিফ শাহিনের বাবা হানিফের দোকানে যাচ্ছিলেন। এসময় একই এলাকার গোপ্লা ঘোষের ছেলে গণেশ ,ভদ্র ঘোষের ছেলে পলাশ ও কাত্তিক ঘোষের ছেলে বিপ্লব তাদেরকে রাস্তায় বাধা দিয়ে বলে আশ্রমের গাছ থেকে বেল পেড়েছিস কেন!
এসময় তারা বলে একটা বেল খেয়েছি তাতে কি হয়েছে। উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্ত সনাতন ধর্মাবলম্বীর যুবকরা মুসলিম তিন যুবকের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় তিন যুবককে লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে তারা গুরুতর জখম হন। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাদের কে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
এঘটনায় কোটচাঁদপুর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম জানান, মারামারির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সঠিক তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।