রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ রামপালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পুলিশ পরিচয়ে প্রতিপক্ষের উপর চড়াও হয়ে বেধড়ক মারপিট করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। অভিযোগে জানা গেছে, উপজেলার চাকশ্রী গ্রামের মৃত ইকলাচ শেখের পুত্র শেখ দিদারের স্ত্রী নাছিমা বেগম ২০ এপ্রিল দুপুর দেড়টার সময় ক্রয়কৃত জমি থেকে মাটি কাঁটতে থাকে। এসময় একই গ্রামের মৃত সরদার ইব্রাহিমের পুত্র সরদার হুমায়ুন ও মৃত শেখ উকিল উদ্দিনের পুত্র জব্বার শেখ বাঁধা দেন। এক পর্যায়ে তারা দুজনসহ অজ্ঞাত ২ জন মিলে একই দিন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে পরিকল্পিতভাবে দিদারের বাড়িতে এসে চড়াও হয়ে তাদের মারপিট শুরু করে এবং বলতে থাকে বেশি বাড়াবাড়ি করলে জীবনে শেষ করে দিবো। এ ঘটনাটি ভুক্তভোগীরা তাৎক্ষনিভাবে ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ ও ইউপি সদস্য রজব আলীকে জানান। অভিযোগের বিষয় অভিযুক্ত পুলিশ সদস্য সরদার হুমায়ুন ও জব্বার শেখ এর বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। অভিযোগের বিষয়টি রামপাল থানার ওসি মোঃ দেলোয়ার হোসেন নিশ্চিত করেন।