মাগুরা প্রতিনিধি : শ্রীপুরে করোনা পরিস্থিতি মোকাবিলায় অস্বচ্ছল ইমাম ও মুয়াজ্জিনদের পাশে দাঁড়িয়েছেন মাগুরা -১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর। বুধবার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সাংসদের ব্যক্তিগত তহবিল থেকে মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষার শিক্ষকসহ মসজিদে কর্মরত দুই শতাধিক অস্বচ্ছল ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বুধবার সকালে সামাজিক দুরত্ব বাজায় রেখে উপজেলার শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। এসময় সবাইকে পাঁচশত করে নগদ টাকার পাশাপাশি প্রতিজনকে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার সয়াবিন তেল ও দুই কেজি করে আটা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহামুদুল গণী শাহীন. শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন কবীর , শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশীদ মুহিত , উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন , ইসলামিক ফাউন্ডেশনের মাগুরা জেলার সহকারি পরিচালক মোঃ মনিরুজ্জামান. শ্রীপুর উপজেলা ফিল্ড অফিসার মোঃ বুরহান উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম রেন্টু, সম্পাদক আমজেদ হোসেন প্রমুখ।
খাদ্য সামগ্রী বিতরণের সময় মাগুরা-১ আসনের সংসদ সদস্য বলেন, মাগুরায় আজই প্রথম করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে। ঐ গ্রামকে লকডাউন ঘোষনা করা হয়েছে। প্রশাসন তৎপর রয়েছে । আপনারা সবাই ঘরে থাকুন এবং সুস্থ থাকুন । মহান আল্লাহর নিকট দোয়া করুন যাতে আমরা সবাই ভাল থাকি । আমি জানি করোনা ভাইরাসের কারনে আপনাদের মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রমের প্রকল্প পাশ হতে বিলম্ব হওয়ায় ৪ মাস যাবত বেতন পাচ্ছেন না। তবে প্রকল্প পাশ হওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। কিছু দিনের মধ্যে আপনারা বেতন পেয়ে যাবেন।