মাগুরা প্রতিনিধি : মাগুরায় করোনার টেষ্ট বাড়াতে, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আইসিইউ ও ভেন্টিলেটারের ব্যবস্থাসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে জেলা করোনা প্রতিরোধ গণকমিটি।(২৮ এপ্রিল) মঙ্গলবার সকাল ১১ টায় শহরের চৌরঙ্গী মোড়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কমিটির আহবায়ক অধ্যক্ষ, কাজী নজরুল ইসলাম ফিরোজ, যুগ্ম আহবায়ক এটিএম মহব্বত আলী, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী শম্পা বসু, জেলা কমিটির সদস্য ভবতোষ জয় ও মোহম্মদ সোহেল প্রমুখ।
মানববন্ধনে বক্তরা দরিদ্র, মধ্যবিত্ত, শ্রমজীবী ও কর্মহীন পরিবারের জন্য সাপ্তাহিক ভিত্তিতে খাদ্য সহায়তার দাবি জানানো হয়।