সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
করোনায় আক্রান্ত সংবাদকর্মীর সংখ্যা ৫৮ জন | চ্যানেল খুলনা

করোনায় আক্রান্ত সংবাদকর্মীর সংখ্যা ৫৮ জন

চ্যানেল খুলনা ডেস্কঃ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত সংবাদকর্মীদের সংখ্যা বাড়ছে। দেশের ৩৫টি গণমাধ্যমের ৫৮ জন সংবাদকর্মী প্রাণঘাতি এ ভাইরাসে আক্রা্ন্ত হয়েছেন বলে একটি স্বেচ্ছাসেবী সংস্থা জানিয়েছে।

‘আমাদের গণমাধ্যম, আমাদের অধিকার’ নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্লাটফর্ম ওই সংস্থাটি করোনায় সাংবাদিকদের আক্রান্ত হওয়ার পরিসংখ্যান রাখছে। সোমবার পর্যন্ত তাদের দেওয়া তথ্য অনুযায়ী ১৬টি সংবাদপত্র, ১৫টি টেলিভিশন, দুটি রেডিও, দুটি অনলাইন পোর্টালসহ মোট ৩৫টি গণমাধ্যমের ৫৮ জন সংবাদকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন একজন ও সুস্থ হয়েছেন ১১ জন।

আক্রান্ত সংবাদকর্মীদের মধ্যে ৪৭ জন ঢাকার আর ১১ জন ঢাকার বাইরের। সবচেয়ে বেশি ১৩ জন করোনা শনাক্ত হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে।

গত সপ্তাহে করোনায় প্রাণ হারান ময়ের আলো পত্রিকার নগর সম্পাদক ও প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকন। তার বয়স হয়েছিল ৪৭ বছর। করোনায় আক্রান্ত হয়ে খোকনের মৃত্যুর পর তার স্ত্রী ও সন্তানের দেহেও করোনা সংক্রমণ হওয়ায় তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন।

‘আমাদের গণমাধ্যম, আমাদের অধিকার’ নামের সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠনটি জানায়, করোনা দূর্যোগে সং বদ ও ছবি সংগ্রহ করতে গিয়ে যেমন মাঠ পর্যায়ে কাজ করতে যাওয়া সংবাদকর্মীরা আক্রান্ত হচ্ছেন, একইভাবে আক্রান্ত হচ্ছেন সংবাদ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সাংবাদিকরাও। মাঠপর্যায়ে কর্মরত সব পেশাজীবীদের সুরক্ষার উপকরণ সরবরাহ করা হলেও গণমাধ্যম কর্মীদের ক্ষেত্রে তা গুরুত্ব পাচ্ছে না।

বর্তমান পরিস্থিতিতে সংবাদকর্মীদের ঝুঁকি কমাতে পালাক্রমে অফিস করা, বাসা থেকে কাজ করার সুযোগ দিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। সংবাদ ব্যবস্থাপনা ও সম্প্রচারের ক্ষেত্রেও নানা কৌশল অবলম্বন করা হচ্ছে।

https://channelkhulna.tv/

গণমাধ্যম আরও সংবাদ

খুলনা সংবাদপত্র পরিষদের কমিটি গঠণ

রামপাল প্রেসক্লাব’র সভাপ‌তি সবুর, সুজন সম্পাদক, মেহেদী সাংগঠনিক সম্পাদক

খুলনা প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

খুলনা আলোচনা, দোয়া ও কেক কেটে নব যাত্রার সূচনা আমার দেশ পত্রিকার

আইনী জটিলতা সৃষ্টি হওয়ায় এমইউজে খুলনার নির্বাচন কমিশনের সদস্যের পদত্যাগ

খুলনা প্রেসক্লাবের ১১ জনের সদস্যপদ বাতিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।