অনলাইন ডেস্কঃঈদের ছুটিতে ডেঙ্গু মহামারী আকার ধারণ না করতে পারে সেজন্য রোগীদের চিকিৎসায় বিশেষ ব্যবস্থা হিসেবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আজ চালু হচ্ছে একশ’ শয্যা। নবনির্মিত আইসিইউ ভবনের নীচ তলায় ডেঙ্গু রোগীদের এ সেবা আজ থেকে শুরু হবে। এদিকে খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে ১১৭ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এর আগে শনিবার এর সংখ্যা ছিলো ৬৪০। এ নিয়ে জেলায় মোট দাঁড়ালো ১৬০ জনে।
স্বাস্থ্য পরিচালকের দপ্তরের হিসাব মতে, গতকাল রবিবার বিকেল ৫টা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায়ই বিভাগের ১০ জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১১৭ জন। এর মধ্যে খুলনায় ১৫ জন, সাতক্ষীরায় ৬ জন, বাগেরহাটে ৫ জন, যশোরে ৩৭ জন, ঝিনাইদহে ১০ জন, নড়াইলে ৯জন, কুষ্টিয়ায় ১৪ জন, চুয়াডাঙ্গায় ৮ জন, মেহেরপুরে ৯ জন, মাগুরা ৪ জন নতুন করে আক্রান্ত হয়েছে।
খুলনার সিভিল সার্জন ডাঃ এসএম আব্দুর রাজ্জাক বলেন, গতকাল রবিবার ২৪ ঘন্টায় খুলনায় ১৫ জন নতুন আক্রান্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৬০ জন। এছাড়া খুলনা জেনারেল হাসপাতালে ৫ জন চিকিৎসাধীন।
এদিকে খুলনা মেডিকেল কলেজে আজ ডেঙ্গু নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ডেঙ্গুর চিকিৎসা ও করণীয় নিয়ে চিকিৎসকদের প্রশিক্ষণ দেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডাঃ নাজমুল হাসান ও প্রফেসর ডাঃ আবুল কালাম আজাদ।
খুমেকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বাচিপ ও বিএমএ খুলনার সাধারণ সম্পাদক ডাঃ মেহেদী নেওয়াজের সভাপতিত্বে সেমিনারে খুলনা, যশোর ও সাতক্ষীরা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের চিকিৎসকরা উপস্থিত থাকবেন।
ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক ডাঃ সৈয়দ জাহাঙ্গীর হোসেন বলেন, যেহেতু ডেঙ্গু আক্রান্ত রোগীদের অধিকাংশই ঢাকা থেকে আসা। বিভিন্ন কাজে ঢাকায় গিয়েছেন অথবা ঢাকায় বসবাস করেন এমন লোকজনই বেশি আক্রান্ত হয়েছে। তবে খুলনার স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো জনসচেতনতা সৃষ্টির লক্ষে এবং চিকিৎসা সেবায় ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে।