বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ অভিযান-২০২০ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু ফিতা কেটে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্ধোধন করেন।
বোরো ধান সংগ্রহ অভিযান কার্যক্রমের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে গোডাউন চত্বরে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শামীম হাসান। চলতি বছরে সরকারিভাবে ৫৮০ মে.টন বোরো ধান ১ হাজার ৪০ টাকা দরে সংগ্রহ করা হবে বলে উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান।
সভায় বক্তরা বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকের উন্নয়নে সরকার ভতুর্কি দিয়ে কৃষি উপকরণ বিতরণ করছেন। বিনা মূল্যে সার ও বীজ প্রদান করছেন। তাই দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ।