মাগুরা প্রতিনিধি : করোনা ভাইরাস প্রাদুর্ভাব এর মধ্যে দুই দিন ব্যাপি অসহায়, মধ্যবিত্ত, ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ এর কার্যক্রম হাতে নিয়েছে মাগুরা জেলার স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার সৃজন। এরই ধারাবাহিকতায় প্রথম দিনে ৬০ টি মধ্যবিত্ত ও করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে। প্রতিটি ঈদ উপহার প্যাকেটে ছিল, ২ কেজি মিনিকেট চাউল, ১ কেজি পোলাও এর চাউল, ১ কেজি চিনি, ১ কেজি তেল, ২ প্যাকেট গুড়ো দুধ, ২ প্রকার সেমাইসহ, একটি করে মুরগী।
এ ঈদ উপহার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, বাংলার সৃজন পরিবারের সদস্যবৃন্দ।
“বাংলার সৃজন” এর পক্ষ থেকে জানানো হয়, প্রথম দিনে আমরা ৬০ টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি । এবংদ্বিতীয় দিনে আরো ১০০ টি অসহায়, গরীব, ও করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করবো। মাগুরা শহরতলীর পারনান্দুয়ালীতে অবস্থিত বাংলার সৃজন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটি করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকে ধারাবাহিক ভাবে বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে যাচ্ছে।