চ্যানেল খুলনা ডেস্কঃ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে চট্টগ্রামে হয়েছে ইদের জামাতের নামাজ। উদযাপিত হচ্ছে ইদুল ফিতর।
সোমবার (২৫ মে) সকাল ৮টায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ইদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে নগরীর দামপাড়া জমিয়তুল ফালাহ্ মসজিদে। ইমামতি করেন মসজিদের খতিব ক্বারী সাইয়েদ মাওলানা আবু তালেব মো. আলাউদ্দীন।
ইদ জামাত শেষে খুতবা পেশ করা হয়। এরপর দোয়া ও মোনাজাতে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে দেশ-জাতিকে রক্ষায় মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করার পাশাপাশি করোনায় আক্রান্ত ও নিহতদের জন্য দোয়া করা হয়েছে।
কেন্দ্রীয় ইদ জামাত প্রতিবছর স্টেডিয়াম প্রাঙ্গণে নামাজের আয়োজন করে থাকলেও এবার তা হয়নি। পাশাপাশি নগরীর প্রায় সব উন্মুক্ত ময়দান বাদ দিয়ে ইদ জামাত মসজিদে আয়োজন করা হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় জমিয়তুল ফালাহ্ মসজিদে ঈদের মোট ৩টি জামাত অনুষ্ঠিত হয়। সকাল পৌনে ৯টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আহমেদুল হক।