সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
লিবিয়ায় ২৬ বাংলাদেশী নিহতের মধ্যে মাগুরার ১ জন ও আহত ১ | চ্যানেল খুলনা

লিবিয়ায় ২৬ বাংলাদেশী নিহতের মধ্যে মাগুরার ১ জন ও আহত ১

মাগুরা প্রতিনিধিঃ লিবিয়ায় সন্ত্রাসিদের গুলিতে ২৬ বাংলাদেশী নিহতের ঘটনায় মাগুরার মহম্মদপুরে শোকের মাতম। বৃহস্পতিবার নিহত ও আহত ৪০ জনের মধ্যে দুজনের বাড়ি মাগুরার নারায়নপুর গ্রামে। নিহত লাল চাঁদ শেখ মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের ইউসুফ শেখের ছেলে। ঘটনায় আহত একই গ্রামের ফুল মিয়ার ছেলে তরিকুল ইসলাম। নিহতের লাশ ও আহতকে দেশে আনার জন্য সরকারের কাছে অনুরোধ যানায় তাদের পরিবার।
সরেজমিনে দেখা গেছে, নিহত লালচাঁদের স্ত্রী শাহানাজ বেগমসহ পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবরে শোকের মাতম তুলছেন।
লালচাঁদের স্ত্রী শাহানাজ বেগম বলেন, আমাদের সবশেষ সম্বল বিক্রি করে সংসারে একটু স্বচ্ছলতার আশায় আমার স্বামী বিদেশে গিয়েছিলেন। সেখানে তাকে যারা হত্যা করেছে তাদের বিচারের দাবি জানায়।
লাল চাদের বাবা ইউসুফ শেখ জানান- টাইলস মিস্ত্রি লালচাদের সঙ্গে ১বছর আগে ঢাকায় পরিচয় হয় মানব পাচারের দালাল কামাল মিয়ার সঙ্গে। তার মাধ্যমে ২০১৯ সালের ১ নভেম্বর ৪লাখ টাকার বিনিময়ে দুবাই হয়ে লিবিয়ায় রওনা হন লালচাদ।
গত ২৮ মে বৃহস্পতিবার লিবিয়ায় ২৬ জন বাংলাদেশীসহ ৩০জন অভিবাসিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে আরও ১১ জন। এবং আজ সর্বশেষ তথ্য জানা যায়, লিবিয়ায় ২৬ জন বাংলাদেশীর দাফন সম্পন্ন হয়েছে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

পলিথিন মুক্ত করতে মাগুরায় বিনা মূল্যে কাপড়ের ব্যাগ বিতরণ

মধ্যরাতে মাগুরায় সেনাবাহিনীর তল্লাশি অভিযান

মাগুরা প্রেসক্লাবে নতুন ৩ জন কে আজীবন সদস্য প্রদান

বিচারের নামে প্রহসন করে জামায়াতের শীর্ষ নেতাদেরকে হত্যা করা হয়েছে : শফিকুর রহমান

স্বৈরাচার পতন হলেও চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা যায় নাই : মুফতি ফয়জুল করীম

শারদীয় দুর্গাপূজা কে ঘিরে পরাজিত শক্তির অপকৌশল রুখে দিয়েছে জনগণ : নিতাই রায় চৌধুরী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।