অনলাইন ডেস্কঃসনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার পঞ্চমী, সপ্তমী এবং অষ্টমী তিথিতে ডিগ্রি তৃতীয় বর্ষের নির্ধারিত পরীক্ষার সূচি পরিবর্তন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। পরিবর্তন সাপেক্ষে সংশোধিত সূচিও প্রকাশ করা হয়েছে।মঙ্গলবার (৬ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ২০১৮ সালের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ করা হয়।
সংশোধিত সূচিতে, মহা পঞ্চমী তিথি ৩ অক্টোবর পরীক্ষা রাখা হলেও ৫ এবং ৬ অক্টোবর মহাসপ্তমী এবং মহাঅষ্টমী পূজার দিন কোনো পরীক্ষা রাখা হয়নি। নতুন সূচি অনুযায়ী ১২ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে ২০ অক্টোবর পর্যন্ত চলবে।
উল্লেখ্য, গতকাল সোমবার (৫ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা সূচি ঘোষণা করা হয়। এই সূচিতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার পঞ্চমী, সপ্তমী এবং অষ্টমী তিথিতে ডিগ্রি পরীক্ষা নেয়ার কথা বলা হয়। যা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। অবিলম্বে তারা এই সূচি পরিবর্তনের দাবি জানান। এর প্রেক্ষিতে আজ সংশোধিত সূচি প্রকাশ করা হলো।