চ্যানেল খুলনা ডেস্কঃ জন্মগত বা পারিপার্শ্বিক ভাবে শারীরিক অক্ষমতার শিকার মানুষগুলোর গল্প কেউ জানতেই চায় না। করোনা সংকটকালীন সময়ে তাই শ্রেণিপেশার উর্ধ্বে গিয়ে প্রতিবন্ধী নারীদের প্রতি সহায়তার হাত বাড়িয়েছি আমরা সোশালিকা। বরাবরের মতো এবার ও আমরা নিয়েছি ব্যতিক্রমধর্মী উদ্যোগ।
সাধারণ দিনেই যাদের খোজ নেওয়া হয় না – বর্তমান সময়ে এই সংকটাপন্ন অবস্থায় প্রতিবন্ধী মানুষজন কেমন আছেন? কখন কি ভেবে দেখেছি? এই লকডাউনে তাদের কি অবস্থা! সামাজিক দিক দিয়ে সমাজে তাদের গ্রহনযোগ্যতা অনেক কম বলে তারা নিজেদেরকে আলাদা সমাজে গন্ডিবদ্ধ করে রেখেছে। তাই সাধারণ সমাজের কাছে তারা হাত বাড়াতেও পারছেনা, সমাজ থেকেও যেন মানসিক ভাবে অনেক দূরে তাদের বাস।
করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের পরও বিভিন্ন স্তরের নারীদের নিয়ে দেশব্যাপী কাজ করে চলেছে ‘সোশালিকা’। তারই অংশ হিসেবে সোমবার ১ জুন ‘সোশালিকা’ এর স্বেচ্ছাসেবকরা আয়োজন করেছিলেষ “প্রতিবন্ধী নারীদের জন্য পিরিয়ড কালীন সচেতনতা মুলক অনলাইন সেমিনার” ।
স্পিকার হিসেবে সেখানে ছিলেন ডাঃ ফারজানা খানম। সেখানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্তের প্রতিবন্ধী নারী এবং সাধারণ নারীরা। তারা সেখানে সামনাসামনি তাদের সমস্যার কাছে বিষেজ্ঞের কাছে জানান এবং পরামর্শ নেন। তাদের এই সেমিনারে সহযোগি হিসেবে ছিল বেস্ট এইড, With She, স্কুল অফ মাইন্ড লাইট সহ, হিউম্যানটরিয়ান এইড, ইআইইএ- ইনশিওরিং ইনক্লুসিভ এডুকেশন ফর অল, ডু ফর শী, মনের স্কুল, লেটস হিল বাংলাদেশ সহ আরো বেশ কিছু অর্গানাইজেশন।
প্রায় দেড় ঘন্টার এ সেশনে স্পিকার ফারজানা খানম মিন্সট্রুয়াল হাইজিন এর বিভিন্ন দিক তুলে ধরেন।কি করা উচিত এবং কি করা উচিত না পিরিয়ড কালীন সময়ে তা নিয়ে কথা বলেন।এরপর অংশগ্রহণ কারী নারীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন যার সঠিক দিকনির্দেশনা ডাঃ ফারজানা খানম তাদের দিয়ে দেন।
এছাড়া শারীরিক ভাবে প্রতিবন্ধী যারা তাদের বিষয়েও বিভিন্ন দিকনির্দেশনা এই সেমিনারে উঠে আসে।
সোশালিকা বিশ্বাস করে নারীদের জন্য নিরাপদ বিশ্বের।ভবিষ্যতে যাতে আর কোন নারীকে মেন্সট্রুয়াল হাইজিন এর জ্ঞান এর অভাবে জরায়ু ক্যান্সার সহ বিভিন্ন জটিলতায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করতে না হয় সে বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞা তারা।