সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই কোথাও | চ্যানেল খুলনা

মানা হচ্ছে না গণপরিবহন সরকারি বেসরকারি অফিসে

স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই কোথাও

চ্যানেল খুলনা ডেস্কঃস্বাস্থ্যবিধি মানার শর্তে অফিস আদালত, গণপরিবহন, ব্যবসা-প্রতিষ্ঠান, দোকানপাট সবকিছু খুলে দেওয়ার পর এখন আর শর্ত মানছে না কেউ। সর্বত্র শর্ত ভেঙে চলাফেরার যেন প্রতিযোগিতা চলছে। স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দেশের দু এক জায়গায় জরিমানা করলেও রাজধানী ঢাকাসহ বড় শহরগুলোতে তেমন কোনো তৎপরতা চোখে পড়ছে না। ফলে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি দিনে দিনে বেড়েই চলছে।

টানা ৬৬ দিনের সাধারণ ছুটির পর সরকার গত ৩১ মে থেকে সারা দেশে সরকারি-বেসরকারি অফিস আদালত, গণপরিবহন, ট্রেন, লঞ্চ, বিমান চলাচলসহ সবকিছু খুলে দেয়। অর্থনীতির চাকা সচল রাখতে এবং জরুরি কাজ সম্পন্ন করতে স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে সরকার সবকিছু খুলে দেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু প্রথম দুই-এক দিন সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চললেও তার পর থেকে বেপরোয়া। গত দুই তিন দিনে রাজধানীতেই দেখা গেছে, গণপরিবহনে উঠতে গিয়ে লোকজন হুড়োহুড়ি করছেন। একে অন্যের গায়ের ওপর গিয়ে উঠছেন। অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই। যাদের আছে তারা আবার মাস্ক যা-তাভাবে ব্যবহার করছেন। নিয়ম মেনে খুব কম লোকই মাস্ক ব্যবহার করছেন। গণপরিবহনে চলাচলের ক্ষেত্রে এক আসন ফাঁকা রেখে যাত্রীর বসার কথা থাকলেও সেটা মানা হচ্ছে না। দূরপাল্লার পরিবহনগুলো ঢাকা থেকে কিংবা অন্য জেলা থেকে ঢাকা কিংবা বড় শহরের দিকে যাত্রা করার সময় যথাযথ নিয়ম অনুসরণ করলেও স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করে পথে যাত্রী নেওয়ার অভিযোগও উঠেছে।

সরকারি অফিস ও দফতরগুলোতে স্বাস্থ্যবিধি কিছুটা অনুসরণ করা হয়। ব্যাংক-বীমাসহ অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। ব্যাংকগুলোতে গ্রাহকের প্রচুর ভিড় থাকলেও শারীরিক ও সামাজিক দূরত্ব মানতে দেখা যায় না কাউকেই।
রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগের অন্যতম মাধ্যম লঞ্চেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। গাদাগাদি করে যাত্রী উঠানো হচ্ছে প্রায় প্রত্যেকটি লঞ্চে। এমনকি লঞ্চের কেবিনগুলোর দরজার সামনেও যাত্রীরা চাদর বিছিয়ে বসে পড়ছেন বা শুয়ে পড়ছেন।

এদিকে গতকাল রাজধানীর পল্টন, মতিঝিল, দৈনিকবাংলা, কাকরাইল, বাংলামোটরসহ বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে, এসব এলাকায় রাস্তাঘাটে চলাচলকারী সাধারণ মানুষের বেশিরভাগই মাস্ক ব্যবহার করেননি। এসব এলাকায় চলাচলকারী যানবাহনেও যাত্রী উঠানো হয়েছে গাদাগাদি করে। বিশেষ করে যেসব সড়কে লেগুনা চলছে সেগুলোতে যাত্রীদের চাপ ছিল অনেক বেশি। অনেকের মুখেই মাস্ক ছিল না। শারীরিক দূরত্বও কাউকে মানতে দেখা যায়নি। সড়কে চলাচলকারী গণপরিবহনে জীবাণুনাশকও ছিটাতেও দেখা যায়নি। অথচ স্বাস্থ্যবিধি অনুযায়ী নিয়মিত বিরতিতে যানবাহনে জীবাণুনাশক ছিটাতেই হবে।

তবে অধিকাংশ অফিস এবং রাস্তায় চলাচলকারী গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা না হলেও ট্রেন চলাচল করছে। ঢাকা থেকে যেসব ট্রেন প্রতিদিন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে যেসব ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছে তার সবগুলোতেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। এখন পর্যন্ত ট্রেনগুলোতে মোট আসনের অর্ধেক টিকিট বিক্রি করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন নিয়মিত চলাচল করবে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।

https://channelkhulna.tv/

স্বাস্থ আরও সংবাদ

যে ২ খাবার অ্যান্টিবায়োটিকের কাজ করে

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

শরীরে ভিটামিন ডি’র ঘাটতির লক্ষণ ও প্রভাব

রাত ১০ টার পর কি ডিনার করা ঠিক? যা বলছেন পুষ্টিবিদ

কৃত্রিম চিনি বয়ে আনতে পারে যেসব বিপদ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।