মাগুরা প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাগুরা জেলায় সকল মানুষের মাস্ক পরা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে মাগুরা শহরের বিভিন্ন পয়েন্টে পথসভা, চেকপোষ্ট, জরিমানা এবং মাস্ক বিহীন মানুষের মাঝে মাস্ক বিতরন করা হয়।
মাগুরার জেলা প্রশাসক ড, আশরাফুল আলম মাগুরায় ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করতে প্রজ্ঞাপন জারী করেছেন। ইতিমধ্যে মোবাইল কোর্টের মাধ্যমে মাগুরা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে জরিমানাসহ বিভিন্ন সাজা প্রদান করা হচ্ছে।তারই ধারাবাহিকতায়, ৫ জুন (শুক্রবার), মাগুরা জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে জনসচেতনতা মূলক কর্মকান্ড পরিচালনা করা হয়। এ কর্মকাণ্ড অব্যাহত থাকবে।