বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নের সুন্দরবন ঘেষা এলাকা ৪নং ওয়ার্ডে মশার উৎপাতে অতিষ্ট হয়ে পড়েছে গ্রামবাসি। তাৎক্ষনিক গ্রামবাসি ও ইউপি মেম্বর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চুকে অবহিত করা হলে শুক্রবার দুপুরে গ্রামবাসিদের সাথে নিয়ে গ্রামগুলোতে গিয়ে স্পে করেছেন চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু।
জানাগেছে, ঘূর্ণিঝড় আম্ফানের পর থেকে ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন এলাকায় মশার উৎপাতে অতিষ্ঠ হচ্ছিল এলাকার মানুষ। তারা মশার কয়েল জ্বালিয়ে থাকতে হচ্ছে তাদের। চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু তার নিজ উদ্যোগে মশা নিধনের জন্য স্পে করেন। এ সময় তার সাথে ছিলেন ইউপি সদস্য বাকির হোসেন লুৎফর রহমান, আলম খান প্রমুখ।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু জানান, সুন্দরবন ঘেষা গ্রামগুলোতে মশার উৎপাত বেশ বেড়েছে। ইউনিয়নে মশা নিধনের কাজ অব্যাহত থাকবে। আশা করছি ১ সপ্তাহের মধ্যে মশা নিধন সম্ভব হবে। এদিকে মশা নিধনের উদ্যোগ নেয়ায় প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু।