বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের চিতলমারীতে করোনার দুর্যোগকালিন সময়ে কর্মহীন অনাহারি বেদেপল্লীর ১২টি পরিবারকে স্বাস্থ্যবিধির অনুকুলে রাখতে চিতলমারী উপজেলা প্রশাসন প্রতি পরিবারকে ২০দিনের খাদ্যসহায়তা প্রদান করেছে।
শনিবার(৬জুন) দুপুরে উপজেলার বাখরগঞ্জ বাজারের পাশে উপজেলা নির্বাহী আফিসার মোঃ মারুফুল আলম এ খাদ্যসহায়তা প্রদান করেন।
চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হেসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়,সদর ইউপি চেয়ারম্যান মোঃ নিজামুদ্দিন শেখ,্উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, উপজেলা স্বাস্থ্যও প,প, কর্মকর্তা ডাঃ মামুন হাসান উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এসএমএ সোয়েল সহ স্থানীয় ইউপি সদস্য উপস্থিত ছিলেন। খাদ্যসামগ্রীর মধ্যেছিল চাল ২০ কেজি, ডাল দেড় কেজি, আলু ২ কেজি, পোটল ১ কেজি, মিস্টি কুমড়া ১টা, কাচাঝাল ২০০ গ্রাম, লাক্স সাবান ২টা,শিশুদের জন্য বিস্কুট ও চকোলেট। পানি সরবরাহের জন্য থাকবে স্থানীয় সেচ্ছাসেবকদল।