মোংলা প্রতিনিধি: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমণ হতে সুরক্ষার জন্য মোংলা-রামপালের ৩ হাজার বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে উন্নতমানের মাস্ক বিতরণ করা হয়েছে। বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আলহাজ্ব লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের পক্ষ থেকে শুক্রবার মোংলা ও রামপালের দলীয় নেতা-কর্মীদের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়। ড. ফরিদের পক্ষে মোংলা-রামপালের বিভিন্ন এলাকায় স্থানীয় বিএনপিসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতা ফকির শাহাদাৎ হোসেন, আঃ হালিম পাটোয়ারী, আলতাফ হোসেন বাবু, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, শেখ আব্দুল্লাহ আজমী, ফকির আবু জাফর, মোঃ আলমগীর হোসেন, আব্বাস হোসেন, লিয়াকত হোসেন, সিরাজুল ইসলাম, কাজী ওজিয়ার রহমান, আলমগীর কবির বাচ্চু, মহাসিন হোসেন, মাছুদুর রহমান পিয়াল, ওহিদুজ্জাম সাবু, সরদার বাকি বিল্লাহ, নোয়াব হোসেন, মারুফ হোসেন, শেখ হাবিবুর রহমান, তরিকুল ইসলাম শোভন, মোফাজ্জল হোসেন বাদল, তুহিন এ মাস্ক বিতরণ করেছেন।
বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম জানান, গত তিন মাস ধরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তার ব্যক্তিগত পক্ষ থেকে মোংলা-রামপালের ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার মানুষকে করোনা সম্পর্কে সচেতন করতে লিফলেট বিতরণ ও মাস্ক বিতরণের পাশাপাশি প্রায় সাড়ে ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা, নগদ অর্থ প্রদাণ এবং পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তার এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি। এছাড়াও স্থানীয় দলীয় নেতা-কর্মীদের দিয়েও বিভিন্নস্থানের অসহায় কৃষকদের ধান কেঁটে দেওয়া হয়েছে। সকল পর্যায়ের অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা যাতে করোনাকালে কর্মহীন দুঃস্থ ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে পারেন সেজন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন।