মাগুরা প্রতিনিধি : ১৩ জুন শনিবার জনসংখ্যা নিয়ন্ত্রন, বাল্য বিবাহ রোধ, মাতৃত্ব ও শিশু মৃত্যু হার কমাতে মিডিয়ার ভুমিকা নিয়ে মাগুরায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০ টায় মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ওআইই এম ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা এর সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (যুগ্ম-সচিব) এম ডি আব্দুস সালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ খান ভাই ।
কর্মশালায় সাংবাদিক আবু বাসার আখন্দ, শফিকুল ইসলাম শফিক, রাশেদ খান, শরীফ তেহরান টুটুল, রুপক আইচ, এম এম আলিমুজ্জামান উজ্জল, শেখ ইলিয়াস মিথুন, মাসুম বিল্লাহ, হেলাল হোসেন, কাজী আশিকুর রহমান সহ অন্য সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ট্রেনার মাগুরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক নিরঞ্জন বন্ধু দাম। অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন ডা. প্রবীব কুমার মন্ডল।
এ কর্মশালায় জেলায় কর্মরত ৪০ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক দুটি ভাগে অংশগ্রহণ করেন।