বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জে হেলথ্ কমপ্লেক্স-এ একটি ভিডিও ডর্ক্টস কল বুথ স্থাপনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
ওয়ার্ল্ডওয়াইড-এর সার্বিক তত্ত্বাবধানে যুক্তরাজ্যের দাতাসংস্থা ইউকে এইড এর সহযোগিতায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্যঅত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা (ইএইচডি) প্রকল্প।
ভিডিও ডর্ক্টস কল বুথের শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল হোসেন মুফতি। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মুক্তি সেবা সংস্থার (কেএমএসএস) ইএইচডি প্রকল্পের রুরাল হেল্থ কোঅর্ডিনেটর, হারুন অর রশিদ মজুমদার ও আরবান হেল্থ কোঅর্ডিনেটর মোঃ মহিউদ্দিন।
উল্লেখ্য, কনসার্ন ওয়ার্ল্ডওয়াই এর সার্বিক তত্ত্বাবধানে যুক্তরাজ্যের দাতাসংস্থা ইউকে এইড এর সহযোগিতায় খুলনা মুক্তি সেবা সংস্থা (কেএমএসএস) খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট ৩ টি জেলায় এই প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করছে। ইএইচডি প্রকল্পের সংস্থা ডিজিটাল হেলথকেয়ার সল্যুশন-এর কারিগরী সহায়তায় উক্ত ভিডিও ডর্ক্টস কল বুথের মাধ্যমে সকলে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিনা খরচে অভিজ্ঞ চিকিৎসকের পরার্মশ ও স্বাস্থ্য সেবা নিতে পারবেন।