যশোর প্রতিনিধি : তিন জোনে বিভক্ত করা হলো গোটা যশোর জেলাকে। এর মধ্যে রেড জোন পুরো লকডাউন করার সিদ্ধান্ত হয়েছে। আর ইয়োলো জোন আংশিক লকডাউন থাকবে। গ্রিন জোনে জীবনযাত্রা স্বাভাবিক থাকবে।
আজ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ‘করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি’র সভায় এই সিদ্ধান্ত হয়। পরে সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন এই তথ্য নিশ্চিত করেন।
আজকের সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক এবং ‘করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি’র সভাপতি মোহাম্মদ শফিউল আরিফ।
সভা শেষে যশোরের এনডিসি প্রীতম সাহা জানান, আজকের সভার সিদ্ধান্ত সিভিল সার্জনের দপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।
যোগাযোগ করা হলে সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, কিছু সময়ের মধ্যে প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হবে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক গোটা জেলাকে তিনভাগে ভাগ করা হয়েছে- রেড, ইয়োলো ও গ্রিন। রেড জোন পুরোপুরি লকডাউন করা হবে। ইয়োলো জোনে কড়াকড়ি আরোপ করা হবে। আর গ্রিন জোনে স্বাস্থ্যবিধি মানাসাপেক্ষে জীবনযাত্রা স্বাভাবিক রাখা হবে।
তিনি জানান, জোনগুলো ভাগ হবে শহরাঞ্চলে ওয়ার্ড এবং গ্রামাঞ্চলে ইউনিয়নভিত্তিক। যশোর শহরের তিন নম্বর ওয়ার্ড রেড জোনে পড়েছে। জেনারেল হাসপাতাল, অনেকগুলো বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকসহ গুরুত্বপূর্ণ অফিস ও বাণিজ্যকেন্দ্র রয়েছে এই অঞ্চলে।
এছাড়া সদর উপজেলার দুটি ইউনিয়ন রেড জোনভুক্ত হয়েছে বলে জানান সিভিল সার্জন। এগুলো হলো, উপশহর ও আরবপুর ইউনিয়ন।