মাগুরা প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে, মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেছেন মাগুরা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ সালাউদ্দিন । আজ দুপুরে শহরের আসাদুজ্জামান সড়কে ২৫০ শয্যা হাসপাতালের পাশে গাছ লাগানোর মধ্য দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক, রিয়াজুল হাসান রিয়াজ, জিয়াউদ্দিন মৃধা, সোহরার হোসেন সবুজ, শেখ মেহেদী হাসনাত সভাপতি (ভারপ্রাপ্ত) মাগুরা পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, অনুপ দত্ত সাধারণ সম্পাদক মাগুরা পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ জেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের অনান্য নেতৃবৃন্দ।
পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, শেখ মেহেদী হাসনাত জানান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচী রাজধানীর কলাবাগান মাঠে উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের
প্রেসিডিয়াম সদস্য জননেতা অাব্দুর রহমান ও বাংলাদেশ অাওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা কৃষিবীদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম।
সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম অাফজালুর রহমান বাবু উপস্থিত ছিলেন। তারই ধারাবাহিকতায় আজ আমারা পৌর স্বেচ্ছাসেবক লীগ বৃক্ষ রোপন কর্মসূচি শুরু করেছি। পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯ হাজার গাছ লাগানোর প্রস্তুতি আমরা নিয়েছি। পৌর ও ওয়ার্ডের নেতৃবৃন্দদের অন্তত তিনটি করে গাছ নিজ আঙ্গিনায় অথবা রাস্তার ধারে লাগানোর নির্দেশনা দিয়েছি।