তালা প্রতিনিধিঃ পাট অধিদপ্তরের উদ্যোগে সাতক্ষীরা তালা সদরে ১৫০জন পাট চাষির মধ্যে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে তালা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে চাষিদের মধ্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শুধাংশু দাস,সাতক্ষীরা জেলা পাট অধিদপ্তরের জেডিও হারুন আর রশিদ,উপ সহকারী ইমান হোসেন প্রমুখ। পাট অধিদপ্তরের উদ্যোগে প্রত্যেক চাষিকে ১ কেজি পাটবীজ, ১২ কেজি সার দেওয়া হয়।