সাতক্ষীরা প্রতিনিধিঃমহামারি করোনাভাইরাস ও ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে ক্ষতিগ্রস্ত ২৮৫ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রশাসন।সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার তিন ইউনিয়নে জনসংখ্যার ভিত্তিতে এসব খাদ্য সহায়তা পৌঁছে দেন নবাগত ইউএনও মৌসুমী জেরীন কান্তা৷স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে কলারোয়ার জয়নগর, দেয়াড়া ও কয়লা ইউনিয়নে সরকারি ত্রাণ সামগ্রী বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে৷
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা বলেন, মহামারি করোনা ও ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত অসহায়দের যাতে খাদ্য সংকটে না থাকে সেজন্য সরকার সকল ব্যবস্থা গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় প্রতিটি অসহায় পরিবারের মাঝে ১০ কেজি চাউল ও আলু বিতরণ করা হয়েছে৷
ইউএনও কান্তা বলেন, এদিকে যারা করোনাভাইরাস সংক্রমণিতদের বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে ২০ কেজি চাউল ও আলু বিতরণ করা হবে৷ পাশাপাশি প্রতিটি ইউনিয়নে করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হলে তা প্রতিরোধ করতে জনসমাগম এড়িয়ে সকল ইউনিয়নে ১০ প্যাকেট বিশেষ মুহূর্তে বিতরণের জন্য সংরক্ষণ করতে হবে৷
তিনি আরও বলেন, জনসংখ্যার গড় হিসেবে তিনটি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে সরকারি এ ত্রাণ সামগ্রী সহায়তার দেওয়া হচ্ছে। যা চলমান রয়েছে ৷
প্রসঙ্গত, ঘূর্ণিঝড় আম্ফান ও করোনার প্রভাবে অসহায় ও সমাজের পিছিয়ে পড়া কর্মহীন ২৮৫ পরিবারের মাঝে এক হাজার ৯০০ কেজি চাল ও ৯৫০ কেজি আলু বিতরণ করা হয়েছে। পাশাপাশি ইউনিয়ন পরিষদের অর্থায়নে মাস্ক বিতরণ করা হয়।