তালা প্রতিনিধিঃ তালা উপজেলার পল্লীতে বসতবাড়ির মধ্যে ঘেরাবেড়া দিয়েছে প্রতিপক্ষরা। শুক্রবার (২৬ জুন) বিকালে ঘটনাটি ঘটেছে খলিষখালী ইউনিয়নেশুকতিয়া গ্রামে। এ নিয়ে যে কোন মুহুর্তে দু’পক্ষের সংঘর্ষের আশংকা প্রকাশ করছে এলাকাবাসী।
শুকতিয়া গ্রামের বাসতুল্লাহ গাজীর ছেলে আবু তালেব গাজী জানান,তাদের পৈত্রিক সুত্রে ১ একর ১২ শতাংশ জমির মধ্যে ২১ শতাংশ জমিতে বসতবাড়ি নির্মাণ করে প্রায় একশত বছর ধরে বসবাস করে আসছি। একই এলাকার মৃত ইউসুফ গাজীর ছেলে আবু বক্কর গংরা তাদের ১ একর ১২ শতক জমির মধ্যে ৭ শতক জমি তাদের প্রাপ্য। কিন্তু গত শুক্রবার বিকালে আবু বক্কর গং লাঠিসোটা নিয়ে আমার বসতভিটায় এসে ঘেরাবেড়া দিয়ে চলে যায়। এ সময় আমার বাধা দিতে গেলে আমাদেরকে জীবন-নাশের হুমকি প্রদান করে। ঘেরা-বেড়া দেওয়ার ফলে আমরা রান্নাঘর,টিউবওয়েলে যাওয়া,গরুর গোয়ালে যাওয়া ও বাথরুমে যেতে পারছি না। এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিক শালিক বৈঠক হলেও কোন সমাধান হয়নি। আবু তালেব গংরা উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় ইউপি সদস্য গনেশ বর্মণ জানান, এভাবে বাড়ির ভিতরে ঘেরাবেড়া দেওয়া অনমানবিক। এনিয়ে একাধিক বার সাশিস হলেও আবু বক্করগংরা তা মেনে নেয়নি। তবে আবু বক্কর গাজী তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।