সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সাতক্ষীরা সীমান্তে ১০কেজি ভারতীয় রূপাসহ আটক ১ | চ্যানেল খুলনা

সাতক্ষীরা সীমান্তে ১০কেজি ভারতীয় রূপাসহ আটক ১

সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় দশ কেজি ভারতীয় রূপাসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যরা। বুধবার (০১ জুলাই) রাত সাড়ে দশটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী সীমান্ত থেকে উক্ত রূপাসহ চোরকারবারীকে আটক করা হয়। বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

আটক চোরাকারবারির নাম মো. মোস্তাফিজুর রহমান মজনু (২৫)। সে সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানি গ্রামের গাজী মো. তরিকুল ইসলামের ছেলে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে দশটার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কালিয়ানী বিওপির টহল কমান্ডার নায়েক তাজেদুর রহমানের নেতৃত্বে একটি টহল দল মেইন পিলার ৭/৬৫- এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালিয়ানী বেড়ীবাঁধের উপর ফাঁদ পেতে অবস্থান করে।

সেসময় ভারত থেকে বাংলাদেশের দিকে আসতে থাকা এক ব্যাক্তি ফাঁদ পেতে থাকা টহল দলের মাঝামাঝি আসলে টহল দল তাকে আটক করে। পরে তার ব্যাগ তল্লাশি করে ৭ লক্ষ ৯৯ হাজার ২শ টাকা মূল্যের ০৯ কেজি ৯৯০ গ্রাম ওজনের ভারতীয় রূপা আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, আটককৃত আসামিকে রূপাসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করার কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, সাতক্ষীরা ব্যাটালিয়নের সকল সদস্যগণ সাতক্ষীরা জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো রক্ষার্থে চোরাচালান এবং মাদকদ্রব্য নির্মূল করাই সাতক্ষীরা ব্যাটালিয়নের মূল লক্ষ্য।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় অপরিপক্ক আম জব্দ : ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

তালায় সাংবাদিকদের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী বাবলুর রশিদের মতবিনিময়

তালায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরণ সভা

তালায় ৬০ বছর ধরে অবৈধ দখলে থাকা ৩৩ বিঘা সরকারি জমি উদ্ধার

তালা উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে ৭ ভাইস চেয়ারম্যান পদে ৮ জনের মনোনয়নপত্র দাখিল

তালায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।