সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
করোনায় ৪২ জন মৃত্যুর দিনে শনাক্ত ৩,১১৪ | চ্যানেল খুলনা

করোনায় ৪২ জন মৃত্যুর দিনে শনাক্ত ৩,১১৪

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৪২ জনসহ মোট এক হাজার ৯৬৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন তিন হাজার ১১৪ জন শনাক্তসহ মোট শনাক্ত হয়েছেন এক লাখ ৫৬ হাজার ৩৯১ জন।

চ্যানেল খুলনা ডেস্কঃমহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা এক হাজার ৯৬৮ জনে পৌঁছালো।প্রথম কোভিড-১৯ শনাক্তের ১১৮তম দিনে এসে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৫৬ হাজার ৩৯১ জনে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১১৪ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি।

শুক্রবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশের ৬৩টি ল্যাবে ১৪ হাজার ৬৫০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮ লাখ ১৭ হাজার ৩৪৭টি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১,৬০৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৬৮ হাজার ৪৮ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ১৩ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৪৩ দশমিক ৫১ শতাংশ, মৃতের হার ১ দশমিক ২৬ শতাংশ। মৃতদের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ১০ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

  • মোট আক্রান্ত:  ১ লাখ ৫৬ হাজার ৩৯১ জন।
  • মারা গেছেন: ১ হাজার ৯৬৮ জন।
  • মোট সুস্থ: ৬৮ হাজার ৪৮ জন।
  • মোট নমুনা পরীক্ষা: ৮ লাখ ১৭ হাজার ৩৪৭টি।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।

এদিকে, করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা বিশ্বে ১ কোটি ১০ লাখ ২ হাজার ৪৫১ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৬১ লাখ ৬৪ হাজার ৬৭৫ জন সেরে উঠলেও প্রাণ গেছে ৫ লাখ ২৪ হাজার ৪৩৫ জনের। বাকী ৪৩ লাখ ১৩ হাজার ৩৪১ জন মৃদু বা মারাত্মক উপসর্গ নিয়ে এই রোগের সঙ্গে লড়াই করে যাচ্ছেন।

কোভিড-১৯ রোগী শনাক্তের সংখ্যায় সবার ওপরে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত ২৮ লাখ ৩৭ হাজার ১৮৯ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করেছে দেশটি। এ শনাক্তের জন্য তারা ৩ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টেস্ট করে। শনাক্তের দিক থেকে দ্বিতীয়তে আছে ব্রাজিল। দেশটির ১৫ লাখ ১ হাজার ৩৫৩ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তিন নম্বরে রয়েছে রাশিয়া যাদের শনাক্তের সংখ্যা ৬ লাখ ৬৭ হাজার ৮৮৩।

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:

  • যুক্তরাষ্ট্র: ১ লাখ ৩১ হাজার ৪৮৫ জন।
  • ব্রাজিল: ৬১ হাজার ৯৯০ জন।
  • যুক্তরাজ্য: ৪৩ হাজার ৯৯৫ জন।
  • ইতালি: ৩৪ হাজার ৮১৮ জন।
  • ফ্রান্স: ২৯ হাজার ৮৭৫ জন।
  • মেক্সিকো: ২৯ হাজার ১৯১ জন।
  • স্পেন: ২৮ হাজার ৩৬৮ জন।
  • ভারত: ১৮ হাজার ২৪১ জন।
  • ইরান: ১১ হাজার ১০৬ জন।
  • বেলজিয়াম: ৯ হাজার ৭৬৫ জন।

https://channelkhulna.tv/

স্বাস্থ আরও সংবাদ

ডুমুরিয়ায় ফার্মাসিস্ট ছাড়াই চলছে ওষুধের দোকান

তীব্র তাপপ্রবাহে হিটস্ট্রোক এড়াবেন যেভাবে

যে পানীয়তেই মিলবে ব্রণের সমস্যার সমাধান

পাইকগাছা ও কয়রার মানুষ কে উন্নত চিকিৎসা সেবা দিচ্ছে ড্রিম ফোর হাসপাতাল

১৯০ পদের বিপরীতে শূন্য ৯০ পদ; নেই পরিচ্ছন্নকর্মী ও টেকনিশিয়ান

খুলনায় ডেঙ্গু আক্রান্ত আরো দুই নারীর মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।