অনলাইন ডেস্কঃবিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অধ্যাপক হলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন অনুষদের সাবেক ডিন ও মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ।
গেল সোমবার (৫ আগস্ট) ‘ইউজিসি অধ্যাপক’ নির্বাচন কমিটির সভায় আগামী দুই বছরের জন্য তাকে ‘ইউজিসি অধ্যাপক’ হিসেবে মনোনীত করা হয়। সভায় অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহসহ দেশের খ্যাতিমান চার গবেষক ‘ইউজিসি অধ্যাপক’ হিসেবে মনোনিত করা হয়।
ইউজিসির অধ্যাপক নির্বাচিত বাকি তিন জনের মধ্যে রয়েছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ফকরুল আলম, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. খোরশেদ আহম্মদ কবির ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং প্ল্যান্ট প্যাথলোজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আব্দুল মান্নান আকন্দ।