মাগুরা প্রতিনিধি : শনিবার সকাল ১১ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে করোনা টেস্ট ফি বাতিল স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা, লুটপাট ও সীমান্তে নির্বিচারে মানুষ হত্যা বন্ধের দাবিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মানববন্ধন করেছে। মাগুরা জেলা শাখার ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে এ মানববন্ধনে করোনা টেস্ট ফি বাতিল ও বর্তমান পরিস্থিতিতে জনগনের অসুবিধার কথা তুলে ধরা হয়।
মানবন্ধনে বক্তারা বলেন, অধিংকাশ জনগন করোনা পরীক্ষার বাইরে থেকে যাচ্ছে। যার ফলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারন করতে পারে।এ সময় মানবন্ধনে স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা ও দ্বায়ীত্বহীনতার কথা তুলে ধরে স্বাস্থ্য মন্ত্রির পদত্যাগ দাবী করেন।
ইসলামী আন্দোলনের মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আল নোমান বলেন, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র দাবী করলেও তারা সিমান্তে অব্যাহত ভাবে আমাদেরকে হত্যা করে চলছে। এ ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তেমন কোন পদক্ষেপ গ্রহন করেনি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন মাগুরা জেলা শাখার সহ-সভাপতি আব্দুর রহমান আল মাহফুজ, সাধারন সম্পাদক আব্দুল্লাহ নোমানসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।