বাগেরহাট প্রতিনিধিঃ মোড়েলগঞ্জে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে উপজেলা পরিষদের উদ্যোগে খাদ্যসহায়তা প্রদান করেছেন।
বুধবার বিকেলে জিউধরা পরিষদে ৫০জন পরিবারের মাঝে এ খাদ্যসহায়তা প্রদানকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডভোকেট শাহ-ই্ আলম বাচ্চু।
বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন, জেলা পরিষদের সদস্য, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপিকা আফরোজা আক্তার লিনা, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব ঢালী মাহবুবুর রহমান, যুবলীগ নেতা খান হাসিবুর রহমান, নাজমুল হাসান সুমন, আবিদ হোসেন মধু, ইউপি সদস্য শিমুল কান্তি মিস্ত্রী ও আসালতা মন্ডল।
এ সময় প্রধান অতিথি এ্যাড. শাহ-ই আলম বাচ্চু বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় প্রাণঘাতি করোনা ভাইরাসে কোন মানুষ অভূক্ত থাকবে না। কর্মহীন হয়ে পড়া প্রতিটি পরিবারের জন্য সরকারিভাবে বিভিন্ন সহায়তা মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত এক মাস ধরে উপজেলা পরিষদের উদ্যোগে ১৬টি ইউনিয়নের ৯শ’ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবনসহ বিভিন্ন খাদ্যসহায়তা বিতরণের সমাপনী দিনে জিউধরার ৫০ পরিবারের মাঝে খাদ্যসহায়তা প্রদান করা হয়।