খবর বিজ্ঞপ্তি:: খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সদস্য, মাহবুব ব্রাদার্স’র সত্বাধীকারি , আকাঙ্খা গ্রুপের চেয়ারম্যান এবং বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব শেখ মজনু ইন্তেকাল করেছেন। (ইন্না……….রাজেউন) গতকাল রোববার দুপুর ২টায় রাজধানী ঢাকার স্বায়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি চলে যান না ফেরার দেশে। তার বয়স হয়েছিল ৬৪ বছর।
বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শেখ মজনুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হচ্ছেন সমিতির প্রধান উপদেষ্ঠা ও খুলনা চেম্বর সভাপতি কাজি আমিনুল হক, সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক মো. সোহাগ দেওয়ান, এম এ মতিন পান্না, অনিল পোদ্দার, রফি আহমেদ বাবলা, আলহাজ্ব সিরাজুল হক, আলহাজ্ব মো, আমিন, আলহাজ্ব জামিরুল হুদা জহর, রফিকুল ইসলাম টিপু, সৈয়দ বোরহান, আলহাজ্ব ইউসুফ হোসেন, আলহাজ্ব হায়দার আলী, অরবিন্দু কুমার সাহা, গৌরসুন্দর মন্ডল, আলহাজ্ব মো. সেলিম, গোলাম আক্কাস স¦াধীন, স্বপন কুমার সাহা, তরুন রায় শিবু, দিলীপ কুমার সাহা, এম এ কবীর, তপন সাহা, সত্য প্রিয় সোম বলাই, আলহাজ্ব আবু বক্কর, আলহাজ্ব ঝুনু মোল্লা, অসিত বিশ্বাস, গোপাল সাহা, মো. জাকির হোসেন ঝন্টু, ওয়াহিদুজ্জামান বিপ্লব, মো. আলী দেওয়ান, মো. জাহিদুল ইসলাম, মো. লাভলু খাঁন ও উজ্জল ব্যানার্জী।
অনুরূপ বিবৃতি দিয়েছেন খুলনা বড় বাজার গমজাত দ্রব্য ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হচ্ছেন সভাপতি আলহাজ্ব ইউসুপ হোসেন, সাধারণ সম্পাদক মো. সোহাগ দেওয়ান, কার্যকরী সভাপতি সত্য প্রিয় সোম বলাই, জাহাঙ্গীর হোসেন, তরুন রায় শিবু, ওয়াহিদুজ্জান বিপ্লব, আব্দুল মান্নান, মো. ফিরোজ আলম, মো. শাহ আলম, আব্দুর রউফ, মো. লাভলু খাঁন, মিলন সাহা, মো. জিয়াউদ্দিন, মো. ইলিয়াস হোসেন, দেলোয়ার হোসেন জুয়েল , উজ্জল ব্যানার্জী ও অভিজিৎ সাহা বাপ্পা। নেতৃবৃন্দ মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন। বাজার কালীবাড়ি মন্দিরের পক্ষ থেকে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সেবায়েত শিবচন্দ্র ব্যানার্জী, সুব্রত হালদার তপা, সুশান্ত ব্যানার্জী, তোতন হালদার, প্রশান্ত ব্যানার্জী ও শংকর ঘোষ।