খবর বিজ্ঞপ্তি:: খুলনা সিটি করপোরেশন এর ৪ নং ওয়ার্ডের সাবেক কমিশনার, আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি আকাঙ্ক্ষা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মজনুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, এমপি।
প্রতিমন্ত্রী আজ এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় শ্রম প্রতিমন্ত্রী বলেন, শেখ মজনুর মৃত্যুতে খুলনাবাসী তথা সারা দেশ একজন শিল্পদোক্তা, একনিষ্ঠ এবং নিবেদিত প্রাণ সমাজসেবীকে হারালো। তিনি অসংখ্য মানুষের কর্মসংস্থান এবং এলাকার উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর অবদানের জন্য খুলনার সর্বস্তরের মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন। উল্লেখ্য , শেখ মজনু করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার দুপুরে ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এছাড়া শ্রম প্রতিমন্ত্রী জাতীয় সংসদের সাবেক হুইপ এবং খুলনা অঞ্চলের বিশিষ্ট শ্রমিক নেতা মো. আশরাফ হোসেনের মৃত্যুতেও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।