এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটের মোড়েলগঞ্জ এক বিধবা নারীর ভিটেমাটি থেকে উচ্ছেদের জন্য মরিয়া একটি মহল। এরই জের ধরে কলা ক্ষেতের ৯৫টি কলা গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষ। ঘটনা ঘটেছে শনিবার বিকেলে বলইবুনিয়া গ্রামে। এ ঘটনায় খলিলুর রহমান শেখকে প্রধান আসামি করে মোড়েলগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলা নং-৮।
মামলার বিবরনে জানা গেছে, বলইবুনিয়া গ্রামের মৃত. আব্দুল জলিল শেখের বিধবা স্ত্রী আসমা বেগম স্বামীর নামীয় স্বত্ব দখলীয় ১ একক ৬৬ শতক জমিতে কলাগাছ ও ফলদ-বনজ গাছ রোপন করেন। ইতোমধ্যে অধিকাংশ সাগর, সবরি ও আনাজি কলা গাছের ফলও পরিপক্ক হওয়ার পথে। ঘটনার দিন বিকেলে পূর্ব শত্রুতা ও বিরোধের জের ধরে কতিপয় দুর্বৃত্ত তাদের ভোগদখলীয় সম্পত্তিতে অনাধিকার প্রবেশ করে ৯৫ টি কলা গাছ কেটে ফেলে। এসময় লোকমুখে শুনতে পেয়ে আসমা বেগম বাঁধা দিলে তাকে বেধড়ক মারপিট করে আহত ও শ্লীলতাহানি ঘটায়। ছিনিয়ে নেয় তার সাথে থাকা স্বর্নালংকার। ক্ষতিসাধন করে লক্ষাধিক টাকার।
এ ঘটনায় আসমা খানম বাদি হয়ে একই গ্রামের খলিলুর রহমান ও রিক্তা বেগম কে আসামী করে মোড়েলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের করে বিপাকে পড়েছে এখন বাদির পরিবার। আসামী পক্ষ মামলা তুলে নেয়া জন্য হুমকি দিচ্ছে অসহায় ওই পরিবারটিকে বলে ক্ষতিগ্রস্ত আসমা খানম জানান।