যশোর প্রতিনিধি : যশোর সদরের ঐতিহ্যবাহী মুসলিম একাডেমী, যশোর এর ইংরেজি বিষয়ের সাবেক শিক্ষক মোঃ লতিফুর রহমান ( ৭৮ ) মারা গেছেন । তার পিতা প্রয়াত সাবেক চেয়ারম্যান মুন্সী বজলুর রহমান। রবিবার রাত সাড়ে ৮ টায় যশোরের নিজ বাসায় তিনি মারা যান। তিনি যশোর জেলায় জনপ্রিয় শিক্ষক ছিলেন। তার বাড়ি যশোর সদর কাশিমপুর ইউনিয়নের নূরপুর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
লতিফুর রহমান নিকট আত্মীয় বলেন, তিনি গত বছরের শেষের দিকে স্টক করেন তারপর থেকেই তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন। নিয়মিত ডাক্তারের কাছে চিকিৎসা নিয়ে আসছিল । এর পর চিকিৎসাধীন অবস্থায় তিনি
রবিবার রাতে মারা যান।
কর্মজীবনে তিনি মুসলিম একাডেমী, যশোরে দীর্ঘ ৪৫ বছর ও নুরপুর নূরানী মাদ্রাসায় প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন । এছাড়াও তিনি নূরপুর নূরানী মাদ্রাসার দীর্ঘদিন সভাপতি ছিলেন ।
হোমিওপ্যাথিক ডাক্তার হিসেবে তিনি ছিলেন সুপরিচিত । ২০০১ সালে তিনি অবসরে যান । সত্তর দশক থেকে ২০০১ সাল পর্যন্ত টানা ৪৫ বছর তিনি মুসলিম একাডেমী যশোরে কর্মরত ছিলেন এরপর প্রায় ১০ বছর নূরপুর নূরানী মাদ্রাসার প্রথমে ইংরেজি শিক্ষা ও পরে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন । ইংরেজি সাহিত্য ও ব্যাকরণ এর দখলদারিত্ব ছিল অসাধারণ। তার মৃত্যুতে মুসলিম একাডেমী, যশোর এর সভাপতি হাবিবুর রহমান চাকলাদার মনি, প্রধান শিক্ষক মুহাম্মাদ জোহর আলী, কাশিমপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মতিউর রহমান সাগর এবং নূরপুর নূরানী মাদ্রাসা দাতা সদস্য মোঃ সোহরাব হোসেন গভীর শোক প্রকাশ করেছেন ।